সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Monday, May 4, 2020

রমজান মাসে যে কাজ গুলোবেশি বেশি বেশি করতে হয়, মাওলানা রেজাউল করিম।

রমজান মাসে যে  কাজ গুলোবেশি বেশি বেশি করতে হয়।
বায়হাকী শরীফের বর্ণনায় হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন:
তোমরা রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করবে,
দুই কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।
আর দুই কাজ যা তোমাদের না করে উপায় নেই।

প্রথম দুই কাজ যা দ্বারা  আল্লাহকে সন্তুষ্টি করবে তা হলো-( ১) বেশি বেশি কালিমায়ে তাইয়্যেবা অথবা কালিমা তাশাহুদ পাঠ করবে।
 (২) বেশি বেশি এস্তেগফার করবে অর্থাৎ গুনাহ মাফের আশায় যে কোন ইস্তেগফার করবে।
 কমপক্ষে 'আস্তাগফিরুল্লাহ' এতটুকু পড়বে।

দ্বিতীয় দুই কাজ হলো-(৩)আল্লাহর দরবারে বেশি পরিমাণে বেহেশতের প্রার্থনা করবে।
(৪)আর দোযখ হতে মুক্তির জন্য অধিক পরিমাণে দোয়া করবে।

এই চারটি দোয়া একত্রে এভাবেও পড়া যায়-
نشهد ان لا اله الا انت نستغفرك ونسالك الجنه ونعوذ بك من النار
 উচ্চারণঃ নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা নাসতাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান্নার।
অর্থাৎ-আমরা সাক্ষ্য দান করছি যে, তুমি ব্যতীত কোন ইলাহ নেই,
আমরা তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি আর তোমার নিকট জান্নাত কামনা করি এবং জাহান্নাম থেকে মুক্তি চাই।

আরো হাদীসে বর্ণিত আছে,,,,,
 প্রথম দশকে এই দোয়াটি বেশি বেশি পড়বে-
اللهم ارحمنا فانك خير الراحمين
উচ্চারণ:আল্লাহুম্মার হামনা  ফাইন্নাকা খইরুর রহিমীন।
 অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাদের প্রতি রহম করো কেননা তুমি উত্তম রহমকারী ।

দ্বিতীয় দশকে এই দোয়াটি বেশি বেশি পড়বে-
اللهم اغفر لنا فانك خير الغافرين
উচ্চারণঃ আল্লাহুম্মাগফির রানা ফাইন্নাকা খইরুল গফিরীন।
অর্থাৎ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন, কেননা আপনি সর্বোত্তম ক্ষমাকারী।

তৃতীয় দশকে এ দোয়াটি বেশি বেশি পড়বে-
اللهم اعتق رقابنا من النار
 উচ্চারণঃ আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান্নার।
অর্থাৎ- হে আল্লাহ!
আমাদের গর্দান জাহান্নাম থেকে মুক্ত করো।
,, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুক। আমিন।
@@@@@
 ছাত্র ঃ- বড় কাটারা মাদ্রাসা, ঢাকা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages