সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Friday, December 7, 2018

লালবাগ মাদরাসা, ঢাকা।

#  কওমি মাদরাসা পরিচিতি (২)         
জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ                                                                     মাদ্রাসা,ঢাকা
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
 *শিক্ষা ও ইসলামিক রাজনীতিতে বাংলাদেশেরর অন্যতম কওমি মাদরাসা 
                  "লালবাগ মাদরাসা,ঢাকা"
যেখানে শায়িত ও জীবনের বহুকাল অতিক্রম করেছেন "মুফতি আমিনী রহ,"
এক নজরে দেখতে ক্লিক করুন
 Youtube থেকে দেখে আসুন এখানে ক্লিক করে
   https://youtu.be/Ok9NsAGBP2I
@জামেয়া লালবাগ (আরবী বিশ্ববিদ্যালয়) পরিচিতি 
@দার“ল উলূম দেওবন্দ প্রতিষ্ঠার পর পরই উপমহাদেশে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে থাকলেও তৎকালীন পূর্ব পাকিস্তানেরো জ্ঞানপিপাসুদেরক
* তখনও দেওবন্দ, সাহারানপুর, দিল্লি, লক্ষনো প্রভৃতি স্থানে ছুটে যেতে হত। দেশ ভাগের পর তাও অসম্ভব হয় উঠল। সময়ের এই অপরিহার্য প্রয়োজনীয়তাকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু মাদ্রাসা গড়ে উঠলেও ব্যাপক চাহিদা পূরণে রাজধানীতে একটি বহুমুখী আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে দেখা দিল।
*হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.)-এর সুযোগ্য ভাগ্নে ও খলীফা, ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হযরত মাওলানা যফর আহমদ উসমানী (রহ.) তখন ঢাকায়। স্থানীয় কিছু উলামায়ে কিরাম তাঁর কাছে এ জাতীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললে তিনি অত্যন্ত খুশী প্রকাশ করেন এবং তাঁর নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
%এ দিকে আমীরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুলাহ হাফেজ্জী হুযূর (রহ.) তখন লালবাগ শাহী মসজিদের ইমাম ও খতীব। এই মসজিদকে কেন্দ্র করে তিনি কিছু ছাত্র নিয়ে হেফজ বিভাগ পরিচালনা করে আসছিলেন পূর্ব থেকেই। তিনি পবিত্র রামযান মাসে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের সাথে পরামর্শ করে এখানে এই ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনা মুতাবেক হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.), হযরত মাওলানা মুফতী দ্বীন মুহাম্মদ খান (রহ.), আমীরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুলাহ হাফেজ্জী হুযূর (রহ.)ও এলাকার মুসলিম জনসাধারণের সাথে পরামর্শক্রমে এবং কাফেলা প্রধান হযরত মাওলানা যফর আহমদ উসমানী (রহ.) এর বিশেষ দুআ ও তাওয়াজ্জুহ নিয়ে লালবাগ শাহী মসজিদকে কেন্দ্র করে বিশ্ব বিখ্যাত দারুল উলূম দেওবন্দের আদর্শ ও শিক্ষা কারিকোলাম অনুসারে ১৯৫০ খ্রীষ্টাব্দে মুতাবেক ১৩৭০ হিজরী সনের শাওয়াল মাসে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া কোরআনিয়া আরাবিয়া’ (আরবী বিশ্ববিদ্যালয়) লালবাগ, ঢাকা
*আজ সেই ঐতিহ্যবাহী জামেয়া কোরআনিয়া আরাবিয়া (আরবী বিশ্ববিদ্যালয়) লালবাগ, ঢাকা, বাংলাদেশে দ্বীনি শিক্ষা, প্রশিক্ষণ এবং বাস্তব আমলের এক সুবিশাল, বিখ্যাত, পবিত্র, খালিস দ্বীনি বিদ্যাপীঠ। ইলমে ওহীর এই সেই মূল কেন্দ্র (আরবী বিশ্ববিদ্যালয়) যে কেন্দ্র থেকে দ্বীনের পতাকাবাহী হাজার হাজার আলেম, অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির, মুফতী, ফিকাহবিদ, আরবী সাহিত্যিক, আধ্যাত্মিক নেতা, আলাহ ভীরু রাজিনিতক এবং ইসলামের প্রচার প্রসারকারী (মুবাল্লিগ] এর দল তৈরী করে প্রতিটি মুহূর্তে ইসলামের হেফাজত,সংরক্ষণ ও প্রচারে অনন্য, অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে। 

*লালবাগ জামেয়ার ব্যতিক্রমী শিক্ষা সূচনা
হিজরী ১৩৭০ সালের শাওয়াল মাস। সমগ্র বাংলাদেশ বিশেষতঃ রাজধানী ঢাকার জন্য এক ঐতিহাসিক মুবারক সাল ও মাস। কারণ, শাওয়াল মাসেরই কোন এক পবিত্র দিনে বিশ্ববিখ্যাত ‘দ্বিতীয় দেওবন্দ জামেয়া কোরআনিয়া আরাবিয়া’ লালবাগের শিক্ষাক্রম সূচনা করা হয়। 
,সর্বশেষ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক্ব আমিনী রহ, এর দৃর্গ ২০ বছর বলিষ্ঠ  পরিচালনায় তা এখন বাংলাদেশের অন্যতম কওমি মাদরাসা।
,বর্তমান মাদরাসা টি মজলিসে সূরার মাধ্যমে পরিচালিত,,,,,

                       সুত্র,,,,,,আমিনী কাফেলা,
৷৷  সংগ্রহে ঃঃ- মাওলানা শরীফুল ইসলাম    

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages