সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Monday, March 22, 2021

ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত, মুফতি শরীফুল ইসলাম

 

ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত, ইলমে দ্বীন, ফজিলত, গুরুত্ব, ইলমে দ্বীনের গুরুত্ব, ইলমে দ্বীনের ফজিলত,


ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত 

#আমাদের ইউটিউব চ্যানেল হতে ভিডিও আকারে দেখতে - 

আমাকে ক্লিক করুন


اسلام عليكم و رحمة الله و بركاته
الحمد لله رب العالمين والعاقبة للمتقين. 
قال الله تعالي- يرفع الله الذين امنوا منكم والذين اوتو العلم درجات.

  দ্বীন শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত।
 
মানুষ দুনিয়াতে সম্মানিত এবং মর্যাদাবান হতে চায় আর মর্যাদা ও সম্মান আছে দুই কারণে 
(১) টাকার কারনে, টাকা-পয়সা থাকলে মানুষ তাকে সম্মান করে। 
(২) এলমে দ্বীন শিক্ষা অর্জন করার কারণে, যার কাছে  শিক্ষা আছে মানুষ তাকে সম্মান করে।


 কিন্তু টাকাপয়সা সম্মান তা বেশিদিন থাকে না, এজন্যই কবি বলেনঃ- সকাল বেলায় ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা।  অতঃপর দ্বীনি এলেম, জ্ঞানের কারণে যে সম্মান আসে তা কখনও শেষ হয়না, 
এজন্য আলী রা. বলেনঃ- 
قان المال يفني عن قريب وان العلم يبقي لا يزال
নিশ্চয়ই এই ধন-সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু ইলম এটা সবসময় থাকবে, কখনো ধ্বংস হবে না।


 ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব অপরিসীম, 

কারণ দ্বীনি ইলম ছাড়া  জাতিকে পথ প্রদর্শন করা সম্ভব নয়, এজন্যই যখন কোন জাতি অন্যায় ও কর্মে লিপ্ত হয়েছে, তখনই আল্লাহ তাআলা ঐ  জাতির নিকট একজন নবী কে ওহীর জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, 


সুতরাং আমাদের সমাজ ও দেশ থেকে অন্যায়, অপকর্ম দূর করতে এলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব অপরিসীম। 


এজন্যই রাসূলুল্লাহ সাল্লাম বলেনঃ-- 
طلب العلم فريضة علي كل مسلم
 প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। 

ইলমে দ্বীন অর্জনের মর্যাদা ও ফজিলত ও অত্যাধিক -


এ সম্পর্কে আল্লাহ তায়ালা সূরা মুজাদালাহ  ১১ নং আয়াতে বলেনঃ-
يرفع الله الذين امنوا منكم والذين اوتوالعلم درجات
 তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছে, তাদেরকে উচ্চমর্যাদা উন্নতি করবেন। 


সূরা যুমারের ১৯ নং আয়াতে আল্লাহ বলেনঃ- 
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
 নবী হে- বলুন, যারা জানে এবং যারা জানেনা তারা কি সমান? 


আল্লাহ তাআলা আমাদেরকে এলমে দ্বীন শিক্ষা করে, সে অনুযায়ী আমল করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন।

واخر دعوان الحمد لله رب العالمين

-মুফতি শরীফুল ইসলাম 
সিনিয়র শিক্ষক - দারুল হক ইসলামিয়া মাদরাসা, মির্জাপুর, টাংগাইল।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages