সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Monday, March 22, 2021

দারুল হাদীস (মাস্টার্স) পরিক্ষা ২০২১ এর রুটিং পরিবর্তন করে নতুন রুটিং প্রকাশ করলো,হাইয়াতুল উলয়া

হাইয়াতুল উলয়া,দারুল হাদীস পরিক্ষা ২০২১,দারুল হাদীস পরিক্ষার রুটিং ২০২১,


 ‘মুওয়াত্তান’ এর পরীক্ষায় ২ প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, তহাবী শরীফের পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়


ইনশাআল্লাহ, আগামী ১৬ শা‘বান ১৪৪২ হিজরী মোতাবেক ৩১ মার্চ ২০২১ ঈসাব্দ, বুধবার থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষার্থী ২৯৯৭৮ জন।


রুটিন অনুযায়ী ২৩ শা‘বান, ৭ এপ্রিল ২০২১ বুধবার বিকেলে পরীক্ষা হবে ‘মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ’ এর । 

পরীক্ষা শুরু হবে দুপুর ২ ঘটিকায়, শেষ হবে ৪:৪৫ ঘটিকায়।

 ২ কিতাব থেকে ২টি করে ৪টি প্রশ্ন থাকবে, যে কোন ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।


এ দিন সকালবেলা পরীক্ষা হবে ‘তহাবী শরীফ’ এর। শুক্রবারের মত এদিনও পরীক্ষা শুরু হবে সকাল ৮ ঘটিকায়, শেষ হবে দুপুর ১১:৩০ ঘটিকায়।


এ বছর মোট ২২২ টি মারকাযে (সেন্টার) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৮ টি পুরুষ মারকায, ১৩৪টি মহিলা মারকায। 

পরীক্ষায় ৬ বোর্ডের অধীন ১৫৪০টি মাদরাসার ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে। 


+ পরীক্ষার রুটিন আপডেট করা হয়েছে।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মুঃ অছিউর রহমান,
অফিস সম্পাদক, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ
পরিক্ষার রুটিং ২০২১ ডাউনলোড করতে ক্লিক করুন



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages