৯০০ বছর পূর্বে "করোনা ভাইরাস " নিয়ে লিখিত অজানা এক তথ্যের সন্ধান বের করলেন- মুফতি সাইফুল ইসলাম মাদানী দা.বা.
980 বছর পূর্বে লিখিত "আখবারুযযামান" গ্রন্থে করোনা ভাইরাস ও তার পরিণতির ব্যাপারে স্পষ্ট বিবরণ রয়েছে।
✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
@@ (নিচে চুম্বক অংশ বাংলায় তুলে ধরা হলো। শেষে পিডিএফ এর লিংক দেওয়া হল।)
@ "যখন দুই সংখ্যা (২০=২০) মিলে যাবে তখন সেই যুগে মহামারী ছড়িয়ে পড়বে। আর হজ্ব আদায়কে স্থগিত করা হবে। আর চেঁচামেচি-শোরগোল বৃদ্ধি পাবে। আর পঙ্গপাল (ঘাস ফড়িং) ধ্বংস করে ফেলবে(খাবার সমূহ)। আর মানুষজন অসহায় হয়ে যাবে। আর রোম (ইতালী)’র বাদশা ঐ মহামারীতেই ধ্বংস হয়ে যাবে। আর সহোদর ভাই একে অপরকে ভয় পাবে। আর অহংকারী ইয়াহুদির মত অহংকার করে বেড়াবে। আর বাজারে খুব মন্দা পড়ে যাবে। আর পাপ জোরালোভাবে বেড়ে যাবে। মার্চ মাসে গাছের শিকড় কে নাড়িয়ে দেওয়া উত্থান অর্থাৎ ভূমিকম্প হবে। এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে।ছোট ছেলেরা মানসিকভাবে যুবক হয়ে যাবে।
সূত্রঃ আখবারুযযামান। আরবিতে বইটির পূর্ণ নাম:
ﺍﺧﺒﺎﺭ ﺍﻟﺰﻣﺎﻥ ﻭﻣﻦ ﺃﺑﺎﺩﻩ ﺍﻟﺤﺪﺛﺎﻥ، ﻭﻋﺠﺎﺋﺐ ﺍﻟﺒﻠﺪﺍﻥ ﻭﺍﻟﻐﺎﻣﺮ ﺑﺎﻟﻤﺎﺀ ﻭﺍﻟﻌﻤﺮﺍﻥ
কথাঃ ইবরাহীম বিন ছলুক্বীয়্যাহ মৃত্যু ৪৬৩ হিজরি
পৃষ্টাঃ ৩৬৫
লেকখঃ আবুল হাসান আলী ইবনে আল হুছাইন বিন আলী আল মাসউদী
ﺃﺑﻮ ﺍﻟﺤﺴﻦ ﺍﻟﻤﺴﻌﻮﺩﻯ
-------------------------------------------- -----------
ﻛﺘﺎﺏ ﺃﺧﺒﺎﺭ ﺍﻟﺰﻣﺎﻥ
ﺑﻌﺪﻣﺎ ﺷﻬﺪ ﺍﻟﻌﺎﻟﻢ ﻭﻣﺎ ﺯﺍﻝ ﻳﺸﻬﺪ ﺍﻧﺘﺸﺮ ﻭﺑﺎﺀ ﻗﺎﺗﻞ ﻟﻔﻴﺮﻭﺱ ﻛﻮﺭﻭﻧﺎ ﻗﺪ ﻳﻮﺩﻱ ﺑﺂﻻﻑ ﺍﻟﺨﺴﺎﺋﺮ ﻣﻦ ﺍﻷﺭﻭﺍﺡ ﺍﻟﺒﺸﺮﻳﺔ ... ﺑﺪﺃﺕ ﺗﺘﻨﺎﻭﻝ ﻭﺳﺎﺋﻞ ﺍﻟﺘﻮﺍﺻﻞ ﺍﻟﻤﺘﻨﻮﻋﺔ ﺃﺧﺒﺎﺭﺍ ﻋﻦ ﺗﻨﺒﺆﺍﺕ ﺟﺎﺀﺕ ﻓﻲ ﻛﺘﺎﺏ " ﺃﺧﺒﺎﺭ ﺍﻟﺰﻣﺎﻥ " ﻝ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺳﺎﻟﻮﻗﻴﻪ ﺍﻟﺬﻱ ﺗﻮﻓﻲ ﻋﺎﻡ 463 ﻟﻠﻬﺠﺮﺓ، ﻭﻟﻜﻦ ﻫﻞ ﺣﻘﺎ ﻣﺎ ﻳﻘﺎﻝ ﻋﻦ ﻛﺘﺎﺏ " ﺃﺧﺒﺎﺭ ﺍﻟﺰﻣﺎﻥ " ﺻﺤﻴﺢ .. ؟
ﻭﻣﻦ ﻫﻮ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺳﺎﻟﻮﻗﻴﻪ ﺻﺎﺣﺐ ﻫﺬﺍ ﺍﻟﻜﺘﺎﺏ؟ .. ﻫﺬﺍ ﺍﻟﻜﺘﺎﺏ ﺍﻟﺬﻱ ﻗﺪ ﺍﺟﺘﺎﺡ ﻣﻮﺍﻗﻊ ﺍﻟﺘﻮﺍﺻﻞ ﻣﺆﺧﺮﺍ ﻭﻗﺪ ﺗﻢ ﺇﺭﻓﺎﻗﻪ ﺑﺠﻤﻞ ﻳﻘﻮﻝ ﺍﻟﺒﻌﺾ ﺃﻧﻬﺎ ﺗﻨﺒﺆﻳﺔ ﻭﺑﺎﻣﺘﻴﺎﺯ ﻋﻤﺎ ﻳﺤﺪﺙ ﺍﻵﻥ ﻓﻲ ﺍﻟﻌﺎﻟﻢ ﺑﺄﺳﺮﻩ ﻣﻦ ﺍﻧﺘﺸﺎﺭ ﻟﻮﺑﺎﺀ ﻓﻴﺮﻭﺱ ﻛﻮﺭﻭﻧﺎ ﻭﻣﻨﻊ ﺍﻟﺤﺠﺎﺝ ﻣﻦ ﺍﻟﺤﺞ ﺇﻟﻰ ﺑﻴﺖ ﺍﻟﻠﻪ ﺍﻟﺤﺮﺍﻡ ﺇﺿﺎﻓﺔ ﻻﺟﺘﻴﺎﺡ ﺍﻟﺠﺮﺍﺩ ﺍﻟﻌﺪﻳﺪ ﻣﻦ ﺍﻟﺪﻭﻝ ﻓﻘﺪ ﺟﺎﺀ ﻋﻠﻰ ﻣﻮﺍﻗﻊ ﺍﻟﺘﻮﺍﺻﻞ ﺍﻻﺟﺘﻤﺎﻋﻲ ﺟﻤﻞ ﻣﻨﺘﻘﺎﺓ ﻣﻦ ﺍﻟﻜﺘﺎﺏ ﻭﺗﻢ ﺗﺤﺪﻳﺪﻫﺎ ﺑﺎﻟﺼﻔﺤﺔ 365 ﻭﺟﺎﺀ ﻣﺎ ﻳﻠﻲ :
" ﺣﺘﻰ ﺇﺫﺍ ﺗﺴﺎﻭﻯ 20=20 ﻭﺗﻔﺸﻰ ﻣﺮﺽ ﺍﻟﺰﻣﺎﻥ، ﻣﻨﻊ ﺍﻟﺤﺠﻴﺞ ﻭﺍﺧﺘﻔﻰ ﺍﻟﻀﺠﻴﺞ ﻭﺍﺟﺘﺎﺡ ﺍﻟﺠﺮﺍﺩ ﻭﺗﻌﺐ ﺍﻟﻌﺒﺎﺩ ﻭﻣﺎﺕ ﻣﻠﻚ ﺍﻟﺮﻭﻡ ﻣﻦ ﻣﺮﺿﻪ ﺍﻟﺰﺅﻭﻡ ﻭﺧﺎﻑ ﺍﻷﺥ ﻣﻦ ﺃﺧﻴﻪ ﻭﻛﺴﺪﺕ ﺍﻷﺳﻮﺍﻕ ﻭﺍﺭﺗﻔﻌﺖ ﺍﻷﺛﻤﺎﻥ ﻓﺎﺭﺗﻘﺒﻮﺍ ﺷﻬﺮ ﻣﺎﺭﺱ ﺯﻟﺰﺍﻝ ﻳﻬﺪ ﺍﻷﺳﺎﺱ ﻳﻤﻮﺕ ﺛﻠﺚ ﺍﻟﻨﺎﺱ ﻭﻳﺸﻴﺐ ﺍﻟﻄﻔﻞ ﻣﻦ ﺍﻟﺮﺃﺱ "
.. ﻫﺬﻩ ﺍﻟﻔﻘﺮﺓ ﻣﺎ ﻟﺒﺜﺖ ﺃﻥ ﻋﺒﺮﺕ ﺍﻟﺤﺪﻭﺩ ﺟﻤﻴﻌﻬﺎ ﻟﺘﺼﻞ ﻓﺤﻮﺍﻫﺎ ﺇﻟﻰ ﻏﺎﻟﺒﻴﺔ ﺍﻟﻨﺎﺱ ﻭﻓﻲ ﻓﺘﺮﺓ ﻭﺟﻴﺰﺓ .. ﻭﻟﻜﻦ ﻫﻞ ﻫﺬﺍ ﺍﻟﻤﺤﺘﻮﻯ ﻣﻮﺛﻮﻕ ... ؟؟ !
ﺑﻌﺪ ﺍﻟﺒﺤﺚ ﺍﻟﻤﻮﺛﻮﻕ ﺗﺒﻴﻦ ﻣﺎ ﻳﻠﻲ : ﺗﻢ ﺍﻟﻌﺜﻮﺭ ﻋﻠﻰ ﻛﺘﺎﺏ ﺑﺎﺳﻢ " ﺃﺧﺒﺎﺭ ﺍﻟﺰﻣﺎﻥ ﻭﻣﻦ ﺃﺑﺎﺩﻩ ﺍﻟﺤﺪﺛﺎﻥ " ﻭﻫﻮ ﻛﺘﺎﺏ ﻝ ﻋﻠﻲ ﺑﻦ ﺣﺴﻴﻦ ﺑﻦ ﻋﻠﻲ ﻭﺍﻟﺬﻱ ﻳﺪﻋﻰ ﺃﻳﻀﺎ ﺏ ( ﺃﺑﻮ ﺍﻟﺤﺴﻦ ﺍﻟﻤﺴﻌﻮﺩﻱ ) ﻳﺘﺤﺪﺙ ﻓﻴﻪ ﻋﻦ ﺍﻟﺘﺎﺭﻳﺦ ... ﻭﻫﺬﺍ ﺍﻟﻜﺘﺎﺏ ﻣﻜﻮﻥ ﻣﻦ 30 ﻣﺠﻠﺪﺍ ﻭﻟﻢ ﻳﺒﻖ ﻣﻨﻪ ﺳﻮﻯ ﺍﻟﺠﺰﺀ ﺍﻷﻭﻝ ﻣﺨﻄﻮﻃﺎ ﻭﻛﺎﻧﺖ ﻗﺪ ﻃﺒﻌﺖ ﺁﺧﺮ ﻃﺒﻌﺔ ﻟﻪ ﻓﻲ ﻋﺎﻡ 1996 ﻣﻊ ﺍﻟﻌﻠﻢ ﺃﻥ ﻋﺪﺩ ﺻﻔﺤﺎﺕ ﺍﻟﻜﺘﺎﺏ 278 ﺻﻔﺤﺔ ﺃﻱ ﺃﻥ ﺍﻟﻜﺘﺎﺏ ﻻ ﻳﺤﺘﻮﻱ ﻋﻠﻰ ﺍﻟﺼﻔﺤﺔ 365 ﻭﺍﻟﺘﻲ ﺗﻢ ﺍﻹﺩﻋﺎﺀ ﺑﺄﻧﻬﺎ ﺍﻟﺤﺎﻭﻳﺔ ﻋﻠﻰ ﺍﻟﺘﻨﺒﺆ ... ﻭﻟﻜﻦ ﻣﻦ ﻫﻮ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺳﺎﻟﻮﻗﻴﻪ ... ؟؟؟ ﻟﻢ ﻳﺘﻢ ﺍﻟﻌﺜﻮﺭ ﻋﻠﻰ ﻫﻜﺬﺍ ﺍﺳﻢ ﺍﺑﺪﺍ ﻭﻻ ﻓﻲ ﺃﻱ ﺟﺰﺀ ﻣﻦ ﺍﻟﺘﺎﺭﻳﺦ .. ﻧﻌﻠﻢ ﺃﻥ ﻣﺎ ﺳﺎﻋﺪ ﻋﻠﻰ ﺍﻧﺘﺸﺎﺭ ﻫﻜﺬﺍ ﺧﺒﺮ ﻏﻴﺮ ﻭﺍﻋﻲ ﻫﻮ ﻗﻠﺔ ﺍﻟﻮﻋﻲ ﻟﺪﻯ ﺍﻟﺒﻌﺾ ﻭﻋﺪﻡ ﺇﺩﺭﺍﻙ ﺻﺤﺔ ﺍﻟﻤﻀﻤﻮﻥ .. ﻭﻫﻮ ﻣﺮﺗﺒﻂ ﺃﻳﻀﺎ ﺑﺤﺎﻟﺔ ﺍﻟﻤﻈﺎﻫﺮﺍﺕ ﻷﻧﺎﺱ ﻣﺤﺘﺸﺪﺓ ﻓﻲ ﺍﻹﺳﻜﻨﺪﺭﻳﺔ ﻓﻲ ﻣﺼﺮ ﻟﻠﺪﻋﺎﺀ ﺑﺤﻖ ﺍﻟﻜﻮﺭﻭﻧﺎ ﻭﻫﻮ ﻣﺎ ﺳﻴﺠﻠﺐ ﺍﻟﺒﻼﺀ ... ﺃﻛﺜﺮ ﻣﻦ ﻫﺬﻩ ﺍﻷﺧﺒﺎﺭ ﺍﻟﻤﺠﺮﺩﺓ ﻣﻦ ﺍﻟﺼﺤﺔ .
pdf আকারে বই টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
"লেখক ও গভেষকঃ-
মুফতি সাইফুল ইসলাম মাদানী দা.বা.
মুহতামিম 'বড় কাটারা মাদ্রাসা -ঢাকা
খতীব-মির্জা মান্না দেওরী জামে মসজিদ, লালবাগ,ঢাকা।
No comments:
Post a Comment