সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 19, 2020

রমাদানের প্রস্তুতি হিসেব যে কাজ গুলো সবার আগে আমাদের সবার করা উচিৎ। মাওলানা রেজাউল করিম

#রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে,রমাদানের প্রস্তুতি হিসেব যে কাজ গুলো সবার আগে আমাদের সবার করা উচিৎ।
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>
১) আপনার কোন ঋণ থাকলে সেটা পরিশোধ করবেন।
এক সাথে সম্পূর্ণ না পারলে সর্বোচ্চ অংশটা পরিশোধ করে দিবেন। বাকীটা যত দ্রুত সম্ভব পরিশোধের কমিটমেন্ট করবেন।

২) #মানুষের সাথে কোন ঝামেলা থাকলে সেটা মিটিয়ে নিবেন।
এই ধরুন- মনঃক্ষোভ, মনঃকষ্ট , রাগ, অভিমান,হিংসা,বিদ্বেষ ইত্যাদি। নিজের ভুল থাকুক আর না থাকুক সরি,মাফ চেয়ে নিবেন। আল্লাহ্ আপনাকে বড় করবেন       ইনশাআল্লাহ্।

৩) নিজের পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় করে নিবেন। ভাঙা সম্পর্ক গুলো জোড়া লাগাতে চেষ্টা করবেন।
কারণ আমরা জানিনা আমরা আদৌ রমাদান পাবো কিনা! পেলেও রমাদান শেষ করতে পারবো কিনা! শেষ করতে পারলে হয়তোবা এটাই এক সাথে,পরিবারের অনেক সদস্যদের সাথে,আমাদের জীবনের শেষ রমাদান হতে যাচ্ছে।

#উপরের যে সমস্যা গুলোর কথা বললাম,,
এগুলো সব বান্দার হক রিলেটেড।
যাদের অধিকার আপনি ক্ষুণ্ণ করেছেন,
দুঃখ দিয়েছেন ইচ্ছায় কিংবায় অনিচ্ছায় হতে পারে তারাই,
আল্লাহর কাছে আপনার নেক আমল সমূহ কবুল হওয়ার প্রধান প্রতিবন্ধক ।
তাই এটা কোনোভাবেই ছোটখাটো বিষয় না।
অবশ্যই বড় ইস্যু। সিরিয়াসলি নিবেন।
আল্লাহ্ আমাদের জন্য সহজ করুন।
  আমীন,,,।
@@@@ লেখক-
        হাফেজ মাওলানা রেজাউল করিম
        ছাত্র -বড় কাটারা মাদ্রাসা, ঢাকা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages