সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Friday, May 15, 2020

সংকল্প : আমি কিয়ামতের আলামত হবো না-মুফতি আমিনী রহ., অনুলিখন : মুফতি সাইফুল ইসলাম মাদানী ।

মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি এর বয়ান হতে :মুফতি সাইফুল ইসলাম মাদানী ।
------------------------------------------------------
 সংকল্প : আমি কিয়ামতের আলামত হবো না।
✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
 ভাইয়েরা আমার ! মুসলমানের বিশ্বাস হলো , কেয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হবে । এটা আল্লাহ  তাআলার স্পষ্ট ঘোষণা , চূড়ান্ত ফায়সালা। আমরা বিশ্বাস করি, কেয়ামতের আলামত সমূহ ছোট হোক , বড় হোক , সবই সংগঠিত হবে।এই বিশ্বাসটি আমাদের  ঈমানের অংশ ।এগুলো বিশ্বাস না করলে ঈমান থাকবেনা। হাদিসের আলোকে দশটি বড় বড় আলামত প্রকাশিত হওয়ার আগে ছোট আলামতগুলো প্রকাশিত হবে । ইতিমধ্যে অনেকগুলো ছোট আলামত প্রকাশিত হয়ে গেছে।হাদীসের বর্ণনা দ্বারা তাই বোঝা যায়। 140 টির  উপর কেয়ামতের ছোট আলামত সহিহ হাদিসের ভিত্তিতে পাওয়া যায় । গ্রহণযোগ্য পর্যায়ের সহীহ হাদীসে রয়েছে আরো দুই'শটির মত আলামত।এগুলোর মধ্যে দুটি ভাগ আছে । এক-কিছুকিছু আছে মানুষের বিভিন্ন অপকর্ম ও গুনাহ ।
 দুই- আল্লাহ তাআলার সৃষ্টি জগতের বিভিন্ন পরিবর্তন ও  অস্বাভাবিক অবস্থা । এগুলোর উপরে মানুষের সরাসরি হাত নেই । মানুষের গুনাহের পরিণতিতে বড় আলামত প্রকাশিত হবে। বিজ্ঞ ওলামায়ে কিরাম যেন হাদীসের কিতাবের কেয়ামতের আলামত ও ফিতনার আলোচনা বিষয়ক হাদীসগুলো জনসাধারণের সামনে উপস্থাপন করেন ।আজকাল অনেক বাতিল-ফিরকা এসব হাদিসের অপব্যাখ্যা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিচ্ছে।
যাই হোক আজকে আমাদের আলোচনার  উদ্দেশ্য হল , কেয়ামতের আলামত জেনে আমরা কিভাবে সচেতন হতে পারি।
 মুসলমানের দায়িত্ব হবে এরূপ , "কেয়ামত হবে নিঃসন্দেহে । কেয়ামতের আলামতও প্রকাশিত হবে নিঃসন্দেহে । কেয়ামতের আলামত আমার মাধ্যমে যেন প্রকাশিত না হয়"। 
আমি কিয়ামতের আলামত হবো না,এই দৃঢ় সংকল্প করা,সর্বোচ্চ চেষ্টা করা।আল্লাহ তালার কাছে তৌফিক চাওয়া । এটাই আমাদের দায়িত্ব।এতেই আমাদের নাজাত। 
কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে এই সংকল্প না না করে বরং উল্টো আল্লাহ তায়ালার নাফরমানী তে লিপ্ত রয়েছি। অনেক ক্ষেত্রে কেয়ামতের আলামত নিয়ে অপব্যাখ্যা করছি। অনেকে কেয়ামতের আলামত হিসেবে যেসব অপরাধ আছে , সেগুলো সংগঠিত করার সময় বা আগে-পরে বলেন,  "ভাই ? শেষ জামানা । এগুলো তো হবেই। কি আর করা। জামানার কারণে বিভিন্ন অন্যায় ঘটতে থাকবে "। এভাবে অন্যায় করার একটি বৈধ লাইসেন্স নিজে নিজেই তৈরি করে ফেলেন,যা মারাত্মক আত্মঘাতী। এটা আল্লাহর সাথে বিদ্রুপের শামিল, আল্লাহ তাআলার উপর অপবাদ।
 আল্লাহ তাআলা আমাদেরকে কেয়ামতের আলামত হওয়া থেকে হেফাজত করুন।

# অনুলিখন :
 মুফতি সাইফুল ইসলাম মাদানী দা.বা.
মুহতামিম-বড় কাটারা মাদ্রাসা , ঢাকা।
খতীব-মির্জামান্না দেওরী জামে মসজিদ,ঢাকা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages