সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Monday, May 18, 2020

শুক্রবার যে ছোট্ট দোয়াটি পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়,৮০ বছর ইবাদতের সাওয়াব লাভ হয়।

আমরা সর্বশেষ নবীর সর্বশেষ উম্মাত,আল্লাহ তাআ'লা আমাদের হায়াত কম দিয়েছেন অনন্য উম্মতের তুলনায়।
তবে আমাদের জন্য এমন কিছু ইবাদত দান করেছেন-যার মাধ্যমে অনন্য নবীর উম্মতের চেয়ে বেশি আমল করে বেশি সাওয়ার নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমরা উঠবে,ইনশাআল্লাহ। 
-------তার মধ্যে একটি আমল যা আজকে আলোচনা করবো।
তদরুপ মহান আল্লাহ তায়ালা তার বান্দার গুনাহ মাফের জন্য বিশেষ বিশেষ আমলের ব্যবস্থা করেছেন। বেশ কিছু দোয়ার ব্যবস্হা করেছেন, যা পাঠ করলে মহান আল্লাহ গুনাহ মাফ করে দেন,তার ---------মধ্যে একটি আমল যা আজ আমরা আলোচনা করবো।
**** আমল টি  হজরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত হয়েছে । রাসূল পাক (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে,সুবহানাল্লাহ। 
@@@@ দুআ টি হলো একটি দরুদ শরীফ
প্রিয় নবীজি মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। রাসূলুল্লাহ (সা:)-এর শান্তির প্রার্থনার উদ্দেশ্যে দরুদ পাঠ করা হয়ে থাকে। নবীজির শানে দরুদ পড়া মুলত বান্দার উপকারের জন্য, কারন আল্লাহ তাআলা রাসুলসা.কে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন,আর কিছু বাকি নেই-তার পরও তার নামে দরুদ পড়া মানে পাঠকারীর মর্যাদা বৃদ্ধি পাওয়া।
জীবনে অন্তত একবার নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করা ফরজ। নবীজির নাম ‘মুহাম্মদ’ (সা.) শুনলে দরুদ শরিফ পাঠ করা ওয়াজিব। তাশাহহুদের নামাজে নবীজির প্রতি সালাম প্রদান করা ওয়াজিব। নামাজে দরুদ শরিফ পাঠ করা সুন্নত। 
@@@@@@@ দরুদ শরীফ /দুআ টি আমাদের Youtube চ্যানেল-  Online Bangla Madrasa  এ বাংলা উচ্চারণ ও মশক সহ একটি ভিডিও দেওয়া আছে, 
আপনি ভিডিও দেখে দুআ টি শিখতে পারেন।
****-ভিডিও টি দেখতে ক্লিক করুন *****

"Online Bangla Madrasa "
পরিপূর্ণ ইসলাম শিক্ষার অনলাইন প্লাটফর্ম 

দোয়াটি হলো-
 ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা’।

@@@ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমলে মহান আল্লাহ তা'য়ালা বিশেষ কিছু সওয়াব নিহিত করেছেন। তবে গুনাহ মাফসহ সব নফল ইবাদত কবুল করার মালিক একমাত্র আল্লাহ তা'য়ালা। তাই তার সৃষ্ট বান্দা হিসেবে একচিত্তে আমাদের এক আল্লাহরই ইবাদতে মশগুল হতে হয়।
----- আল্লাহ তাআলা আমাদের সকল কে উক্ত আমল টি করার তাওফিক দান করুন-আমিন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages