সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 22, 2020

স্মৃতির দর্পণে মুফতি আমিনী রহ.



মুফতি আমিনী রহ:।ইতিহাস যাদের স্মরণ রাখে হাজারো বছর, তাদের অন্যতম।তিনি এখন আমাদের মাঝে নেই;শুধু আছে স্মৃতি। অম্লান স্মৃতিগুলো কখনো নিয়ে যায় স্মৃতির পাতায়।স্মৃতির দর্পণে ভেসে ওঠে 'মুফতি আমিনী'।চোখে ভাসে তার হাস্যোজ্জ্বল চেহারা। তার দু'আ -মুনাজাতের অসাধারণ দৃশ্য!
   ভাবি,আমরাও দু'আ করি;তিনিও দুআ করতেন! কিন্তু যে রূহানিয়্যাত ছিলো তার দু'আয়,তার ছিটেফোঁটাও কি আছে আমাদের হাত তোলায়! আছে কি সেই রোনাজারি?
যখন মকতবে পড়তাম তখনকার কথা। মাঝে মাঝে আমাদের নিয়ে দু'আ করতেন।আমরা অফিসরুমে বসতাম;তিনি আমাদের দিকে মুখ করে চেয়ারে বসতেন।দু'আ করতেন প্রাণ খুলে।কাঁদতেন! কাঁদাতেন! দু'চোখ থেকে টপটপ পড়তো অশ্রু!  আমি তাকিয়ে থাকতাম;মুগ্ধ হতাম;বিস্মিত হতাম! ভাবতাম,মানুষটি এত অসাধারণ কেনো?আমরাও দু'আ
করতাম,তিনিও দু'আ করতেন।
যখনি কোনো সমস্যা দেখা দিতো দেশে,আমাদের ডাকতেন;দু'আ করতেন।দেশের মানুষের জন্য সে কি করুণ  কান্না! সেসব দৃশ্য আজ মেলা ভার!
এমন মানুষি বা ক'জন আছে এখন! আসলে,উম্মতের প্রতি যার হৃদয়ে 'দরদ'থাকে,তারা এমনি হয়!
তার দু'আ -মুনাজাতের মনকাড়া দৃশ্য দেখেছি;কিন্তু সেসব দু'আয় যে রূহ ছিলো,তা ধারণ করতে পারিনি!ধারণ করার যে পাত্রের প্রয়োজন তাও তো অর্জন করতে পারিনি!
আল্লাহ! এমন দু'আ আমাদেরও নসিব করো।আামাদের ভেতরেও সেই ব্যথা ধারণের তাওফিক দাও।

সাঈদ বিন ইদ্রিস  
২২/০৪/২০২০



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages