সর্বশেষ সংবাদ

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 14, 2020

মহিলাদের জন্য পায়ে মেহেদী লাগানো জায়েজ হবে কিনা?

ইসলামী শরীয়তে মেহেদি ব্যবহার:----------------
**************-*-*********
মেহেদি বা এর রং ব্যবহার বিষয়ে আমাদের সমাজে নানা ধারণা চালু আছে।
বর্তমান সমাজে মেহেদির ব্যবহার ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। অনুষ্ঠান আয়োজন উপলক্ষেও আমাদের মাঝে মেহেদি ব্যবহারের বেশ প্রচলন আছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই নানা সময় নানা কাজে মেহেদি বা তার রং ব্যবহার করছেন।
নারীরা হাতে, পায়ে অথবা চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেহেদির রং বেছে নিচ্ছেন। পুরুষরাও চুল ও দাড়ির অকালপক্বতা রোধে কিংবা সৌন্দর্য হিসেবে মেহেদি ব্যবহার করছেন।

@@@@@@@আজকের প্রশ্ন হলো:-
মহিলাদের জন্য পায়ে মেহেদী লাগানো জায়েজ হবে কিনা?

*********উক্ত মাসালার উত্তর(সমাধান)*******
--------- মাসালাটি আমাদের Youtube (ইউটিউব) চ্যানেল Online Bangla Madrasa  সেখানে দলীল-প্রমান সহ একটি ভিডিও দেওয়া আছে,,,,,,,,,  ভিডিও টির লিংক-দেখতে ক্লিক করুন। 

https://youtu.be/O3kciKV3MFM
তাছাড়া আরো অনেক মাসলা-মাসায়েল আলোচনা করা হয়েছে,

#### মাসালা-----

بسم الله الرحمن الرحيم


حامدا ومصليا ومسلما


ইসলামি শরিয়তে মেয়েদের জন্য মেহেদি ব্যবহারের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। অনেকেই মেয়েদের পায়ে মেহেদি ব্যবহার করা নিয়ে আপত্তি করে থাকেন। এরও কোনো দলিল-প্রমাণ হাদিস ও ফিকাহের কিতাবে পাওয়া যায় না।
ইসলামি শরিয়তে মেয়েদের জন্য মেহেদি ব্যবহারের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। অনেকেই মেয়েদের পায়ে মেহেদি ব্যবহার করা নিয়ে আপত্তি করে থাকেন। এরও কোনো দলিল-প্রমাণ হাদিস ও ফিকাহের কিতাবে পাওয়া যায় না।
আবু দাউদ শরিফের এক হাদিসে ইরশাদ হয়েছে, এক মহিলা হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহুর কাছে মেহেদি লাগানো বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেন, এতে কোনো সমস্যা নেই।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মেহেদি ব্যবহার করতে উৎসাহিত করেছেন। সুতরাং মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা মোস্তাহাব।
মেয়েরা পায়েও মেহেদি ব্যবহার করতে পারবে। যারা মনে করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করেছেন, তাই সেটি পায়ে ব্যবহার করা বেয়াদবি হবে, তাদের এ ধারণা সঠিক নয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকে তেল ব্যবহার করতেন, তাই বলে কী আমাদের শরীরে বা পায়ে তেল ব্যবহার নিষিদ্ধ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহেদি ব্যবহার করতেন, তা তো আর আমরা ব্যবহার করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক স্পর্শ করা মেহেদির কোনো অংশও যদি আমরা সংরক্ষিত অবস্থায় পেতাম, তাহলে সেটা পায়ে কেন, মাথায় ব্যবহারের স্পর্ধাও দেখাতাম না।

**********-**উক্ত মাসালা টির দলীল*********


جاء في “الخانية” 412:3، ط: زكريا، والخضاب بالحناء والوسمة حسن، ولا يخضب يد الصبي ولا رجله، ولا بأس به للنساء.اهـ.


وفي “الجوهرة النيرة” ص1000، ط: البشرى، ويكره للإنسان أن يخضب يديه ورجليه بالحناء وكذلك الصبي ولا بأس به للنساء، وأما خضب الشيب بالحناء فلا بأس به للرجال والنساء ويكره تغيير الشيب بالسواد.اهـ.


وفي “الهندية” 359:5، ط: زكريا، ولا ينبغي أن يخضب يدي الصبي الذكر ورجله إلا عند الحاجة ويجوز ذلك للنساء كذا في الينابيع.اهـ.


وفي “الخلاصة” 373:4، ط: رشيدية، ولا ينبغي للصغير أن يخضب يده بالحناء، لأنه تزين، وإنه يباح للنساء دون الرجال.اهـ.


ويراجع أيضا: “كتاب الفتاوى” 87:6

والله أعلم بالصواب

মুফতি শরীফুল ইসলাম
Gmail.....
#muftimohammadsharifulislam@gmail.com

যে কোন প্রয়োজনে Social Media য় যোগাযোগ করুন।
Fb (mufti shariful islam)
#https://facebook.com/mufti.sk.islam

Fb Group (online bangla madrasa)
#https://m.facebook.com/groups/832625797249994?ref=group_browse

Fb Page(online bangla madrasa)
#fb.me/onlinebanglamadrasa

Twitter (online Bangla madrasa)
#https://twitter.com/SharifHafej

Youtube (online bangla madrasa)
#youtube.com/c/OnlineBanglaMadrasa

Websites (online Bangla madrasa)
#https://onlinebanglamadrasa.blogspot.com/?m=1


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages